how to earn from share market
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পতনের ধারা কাটিয়ে উঠতে পারবে স্টক মার্কেট? নাকি চিন্তার ভাঁজ বাড়বে লগ্নিকারীদের (Stocks)?
কোন কোন স্টকে লাভের আশা? (Stocks)
সপ্তাহের প্রথম কয়েকটি ট্রেডিং সেশনে পতনের ধারা কাটিয়ে বৃহস্পতিবার শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে। শেষ ট্রেডিং সেশনে ৩৯৮ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৮২ হাজার ৩০৭ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ২৯০ পয়েন্টে। শেষ ট্রেডিং সেশনে ১৩২ পয়েন্ট বেড়েছে। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে কি পতনের ধারা কাটিয়ে উঠতে পারবে শেয়ার মার্কেট? সেই দিকেই নজর থাকবে সবার (Stocks)।
গিফ্ট নিফটি থেকে মিউটেড স্টার্টের ইঙ্গিত মিলেছে তবে এই সূচক ডাউন রয়েছে ২৪.৫০ পয়েন্ট। তবে বিশ্বের বাজারের ছবি কিছুটা ইতিবাচক। শেষ ট্রেডিংয়ে আমেরিকার ওয়াল স্ট্রিটে বৃদ্ধির আবহ ছিল। শুক্রবার সকাল থেকে জাপান, কোরিয়া, হংকং-সহ এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ এক্সচেঞ্জ সূচকগুলিতে পজিটিভ ভাইব দেখা গিয়েছে। এই আবহে কোন কোন স্টকে নজর রাখবেন পৰামৰ্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন।
স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ১৫১.৬৫ টাকা। এর টার্গেট প্রাইস ১৬৩ টাকা এবং স্টপ লস ১৪৬ টাকা।
জেকে টায়ার: এই সংস্থা নিয়ে ইতিবাচক বিশ্লেষরা। এই স্টকের দাম এখন ৫২০ টাকা। এর টার্গেট প্রাইস ৫৫৬ টাকা এবং স্টপ লস ৫০২ টাকা।
ডিএলএফ: এই স্টকের দাম ৬১৩ টাকা। এর টার্গেট প্রাইস ৬৪২ টাকা এবং স্টপ লস ৬০০ টাকা।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড: দেশের ডিফেন্স সেক্টরের এই স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টকের দাম ৪ হাজার ৩৫৫ টাকা। এর টার্গেট প্রাইস ৪ হাজার ৫৫০ টাকা এবং স্টপ লস ৪ হাজার ২৬০ টাকা।
ফেডারেল ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের শেয়ার দর ২৮২ টাকা। এর টার্গেট প্রাইস ৩০৮ টাকা এবং স্টপ লস ২৬৮ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)
Know more: শেয়ার মার্কেট থেকে কিভাবে ইনকাম করা যায়? সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বাস্তব গাইড
Know more: ব্লগিং থেকে কীভাবে উপার্জন করবেন? বাস্তব অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক সম্পূর্ণ গাইড
আমি অনলাইনে আয় ও ক্যারিয়ার বিষয়ক তথ্য শেয়ার করি, যাতে নতুনরাও সহজে শুরু করতে পারে। নির্ভরযোগ্য গাইডলাইন ও আপডেট দিতে নিয়মিত লিখে যাচ্ছি।
এক সময় আদানি গোষ্ঠীর শেয়ার মানেই ছিল দ্রুত বাড়তে থাকা দাম আর মোটা লাভের আশা।…
আজকের দিনে শুধুমাত্র মাসিক বেতনের উপর ভরসা করে ভবিষ্যৎ নিরাপদ করা কঠিন হয়ে পড়ছে। বাড়ছে…
ডিজিটাল যুগে ব্লগিং এখন আর শুধুমাত্র ব্যক্তিগত মত প্রকাশের মাধ্যম নয়। সঠিক পরিকল্পনা ও বিশ্বাসযোগ্য…
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় প্রতিদিন টাকা আয় করার বিষয়টি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।…
নতুন যুগের আয়ের বাস্তব পথ, সুযোগ আর চ্যালেঞ্জ এক সময় আয় মানেই ছিল চাকরি বা…
একটা সময় ছিল, যখন কন্টেন্ট রাইটিং মানেই একজন মানুষ টেবিলে বসে কলম বা কিবোর্ড নিয়ে…
View Comments